Saturday, May 11, 2024

না পাওয়া- না করাগুলো

 এই লেখাটা ক্রমবর্ধমান, ক্রমউন্নয়নশীল- গ্লোবালাইজেশানের মত। সেটাই তো স্বাভাবিক তাইনা? যত আফশোস, যত আক্ষেপ, সেগুলো এখানে তোলা থাকবে একে একে ঃ  

১। ছোটোবেলা নাটকটা শিখলে বেশ হত।

এটা লিখেছিলাম ১১ মে, ২০২৪। আজ  অক্টোবর। পুজোতে একটা ছোটো নাটক (যাত্রা বলা বেটার)-এ অংশ নিয়েছি কলেজে। অনিকেতের পাল্লায় পড়ে একটু একটু নেশাও চাপছে। ডিসেম্বরে আই আই সি এম- এর জন্য একটা গোটা নাটক লিখে ফেলেছি।